এরশাদ মোল্লা
মা ডেইরি অ্যান্ড এগ্রো প্রোডাক্টস
শাহজাদপুর উপজেলার তালগাছি নিবাসী আবু তাহের মোল্লার বড় ছেলে এরশাদ মোল্লা। ঐতিহ্যবাহী এই অঞ্চলে পৈতৃক সূত্রেই বাড়িতে ছিল গবাদি প্রাণীর খামার। এরশাদ মোল্লা বেশিদূর পড়ালেখায় এগোতে না পারলেও এগিয়েছেন খামার ব্যবসায়। মূলত আধুনিক কৃষি প্রযুক্তির প্রতি আগ্রহই তাকে এই খাতে সফলতা এনে দিয়েছে। এসিপি প্রকল্পের সার্বিক সহযোগিতায় ও নিজের আন্তরিকতায় এরশাদ মোল্লা আজ একজন সফল খামারি। গবাদি প্রাণীর পুষ্টিসম্মত খাবার নিশ্চিতে নিজেই তৈরি করছেন গাভীর সুষম খাবার ।পরিবেশবান্ধব আরামদায়ক বাসস্থান স্থাপন, নিয়মিত ভ্যাকসিনেশন ও ক্রিমিনাশক ব্যবহার গবাদি প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেছে। নিজস্ব জমিতে উৎপাদিত ঘাস হতে বাহু শূন্য অবস্থায় প্রক্রিয়াজাতের মাধ্যমে তৈরি করছেন সাইলেজ যা পুষ্টি গুনে সমৃদ্ধ ও মিষ্টি সুগন্ধ থাকায় গবাদি প্রাণীর খাবারের রুচি বাড়িয়ে দেয়। গোবর থেকে তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট। নিরাপদ ও সবুজ শাকসবজি উৎপাদনে ব্যবহৃত হচ্ছে এই ভার্মি কম্পোস্ট।
এরশাদ মোল্লা একজন আধুনিক খামারি হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন কিভাবে সফল হওয়া যায়। তার এই সাফল্য ছড়িয়ে পড়ক দেশের সবখানে
